বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

যুক্তরাষ্ট্র, তার মিত্ররা ঐক্যবদ্ধভাবে জবাব দেবে রাশিয়াকে: বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ২২:৩৬

যুক্তরাষ্ট্র, তার মিত্ররা ঐক্যবদ্ধভাবে জবাব দেবে রাশিয়াকে: বাইডেন

ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা যে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে তার জন্য এককভাবে দায়ী রাশিয়া। যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীদাররা ঐক্যবদ্ধ এবং দৃঢ়ভাবে দেবে এর জবাব। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

বাইডেন বলেছেন, ‘সারা বিশ্বের প্রার্থনা আজ ইউক্রেনের জনগণের জন্য। কারণ তারা রাশিয়ার সামরিক বাহিনীর অপ্রীতিকর ও অন্যায় হামলার শিকার হয়েছে। প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন, যা বিপর্যয়কর প্রাণহানি এবং মানুষের দুর্ভোগ নিয়ে আসবে।’ এছাড়া হোয়াইট হাউজ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার আগে সকালে জি-সেভেন নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

বাইডেন আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো মিত্রদের কাছ থেকে একটি ‘শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া’ থাকবে যা তার সদস্যদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে প্রতিরোধ করবে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top