বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

শহর ছাড়ছেন ইউক্রেনের বাসিন্দারা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০২:৪৫

শহর ছাড়ছেন ইউক্রেনের বাসিন্দারা

রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরই রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এমন অবস্থায় ইউক্রেনের বাসিন্দারা রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্যমতে, পুতিনের সেনা অভিযান ঘোষণার কিছুক্ষণ পরেই কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে আশ্রয় নিতে জড়ো হয় শহরের মানুষ। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার ৫টি বিমান এবং একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে তারা।

এর আগে বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনাসদস্য রয়েছেন তারা যেন অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top