বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস ও ৫০ সৈন্য হত্যার দাবি করছে ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০১

রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস ও ৫০ সৈন্য হত্যার দাবি করছে ইউক্রেন

বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে সড়কে রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস, লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ সেনাকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলে ছয়টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

তবে, রাশিয়া তাদের বিমান বা সাঁজোয়াযানের ধ্বংসের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে, ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস বলছে, দক্ষিণ খেরসন অঞ্চলে তাদের তিনজন সৈন্য নিহত এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

ইউক্রেনের পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের ৭ জন নাগরিক। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলায় নিহত হয়েছেন ৬ জন। এ বোমা হামলায় আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনও খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top