ইউক্রেইন হামলা
যুদ্ধের দ্বিতীয় দিনে কিয়েভে বিস্ফোরণ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ২৩:৫৯
ইউক্রেনে যুদ্ধের দ্বিতীয় দিনে রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় চলছে দফায় দফায় বিস্ফোরণ। বাড়ছে লাশের মিছিল। শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া। ১৩৭ জন ইউক্রেন সেনার নিহত হয়েছে বলে জানা গেছে। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সিএনএন জানায়, শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) কিয়েভে তিনটি বিস্ফোরণ ঘটায় রাশিয়া।
ইউক্রেনের ইউনিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো বলেছেন, তিনি দুটো বিস্ফোরণের খবর পেয়েছেন। তিনি আরও জানান, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সম্ভবত।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।