কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০৫:০৫

কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভের আবাসিক ভবনের ধ্বংসযজ্ঞের ওই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে কিয়েভের বাসিন্দাদের মনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ঘটনাটি ঘটেছে রাজধানী কিয়েভের ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে। ভবনটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে যে, কিয়েভের বিমানবন্দরের কাছে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলের দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top