বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

ইউক্রেনের একটি তেল ডিপোতে বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ২২:০৭

ইউক্রেনের একটি তেল ডিপোতে বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তেলের ডিপোটি থেকে আগুনের ফুলকি উড়তে দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শহরটির মেয়র এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় প্রশাসন কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top