বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

রাশিয়ার জন্য ইইউ'র আকাশসীমা নিষিদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ২২:২০

রাশিয়ার জন্য ইইউ'র আকাশসীমা নিষিদ্ধ

ইউরোপের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'আমরা রাশিয়ান মালিকানাধীন, নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি। এর ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত বিমানসহ রাশিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবতরণ, উড্ডয়ন বা আকাশসীমার ভেতর দিয়ে ভ্রমণ করতে পারবে না।'

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণার আগেই অবশ্য নিজ আকাশসীমা থেকে রুশ বিমান নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। পৃথকভাবে একই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের অনেক দেশই। জার্মানি অবশ্য তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top