ইউক্রেনের ৪টি শহর দখলে নিয়েছে রাশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০০:৩০
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির ৪টি শহর দখলে নিয়েছে রুশ সেনারা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, অভিযান শুরুর পর তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। তারপরের দিন রোববার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা। সেগুলো হলো- নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক। এদিকে অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ইউক্রেন সামরিক অভিযান রুশ সেনারা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।