আজ আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০০:৫৫
চলমান সংঘাত নিয়ে আজ আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার স্থানীয় সময় সকালে এ বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। তবে কোন পর্যায়ে আলোচনা হবে, সে বিষয় কিছু জানা যায়নি।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে কিছু সময়ের মধ্যেই একটি বৈঠক শুরু হবে। যেখানে আলোচনা হবে রাশিয়ানরা সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি।
আলোচনাটি ইউক্রেন-বেলারুশিয়ান সীমান্তের গোমেল অঞ্চলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা বেল্টা। এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।