দেশ রক্ষার্থে যুদ্ধে এবার ইউক্রেনের সেরা সুন্দরী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০১:১৫
রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর গেল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। রাশিয়ান আগ্রাসন থেকে দেশকে রক্ষায় পুরুষদের পাশাপাশি ইউক্রেনের বহু নারী অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে।
সেই তালিকায় যুক্ত হলেন দেশটির সাবেক মিস গ্র্যান্ড ইউক্রেন বিজয়ী আনাস্তাসিয়া লেনা। হাইহিল ফ্যাশন বুট ছেড়ে এবার তিনি সেনা বুট পরেছেন। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। তিনি এখন সশস্ত্র। রাস্তায় অবস্থান নেওয়া ইউক্রেন সেনাদের একটি ছবি পোস্ট করে আনাস্তাসিয়া লিখেছেন, ‘আগ্রাসন চালাতে যারাই ইউক্রেন সীমান্ত অতিক্রম করবে, তাদের কপালে রয়েছে গুলি।’
আরেকটি পোস্টে ন্যাটোকে বিদ্রূপ করে তিনি লিখেছেন, ‘আমাদের সেনারা এমন বীরের মতো লড়ছে, তাতে মনে হচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে ঢোকার জন্য শেষমেশ আবেদন করে বসতে পারে তারা (ন্যাটো)।’ এদিকে সবশেষ পাওয়া খবরে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির চারটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।