বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

কিয়েভের কারফিউ প্রত্যাহার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০২:৫৬

কিয়েভের কারফিউ প্রত্যাহার

তুলে নেওয়া হয়েছে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে জারি করা কারফিউ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির তথ্যমতে, ইউক্রেনের প্রায় সব জেলাতে এখনও লড়াই চলছে রুশ সৈন্যদের সঙ্গে। এর মধ্যেই তুলে নেওয়া হয়েছে কারফিউ। এর ফলে খোলা হয়েছে মুদি দোকানগুলো। ফলে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুদিন ধরে বেশির ভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।

তবে কিয়েভের কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ শেষ হয়নি এখনো। শহরের উপকণ্ঠের বিভিন্ন রাস্তায় রাস্তায় লড়াই চলছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া উচিত হবে না।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: ইউক্রেন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top