বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

ইউক্রেন ইস্যুতে আবারও বৈঠকে বসেছে জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০৩:১৬

ইউক্রেন ইস্যুতে আবারও বৈঠকে বসেছে জাতিসংঘ

জাতিসংঘের সদর দপ্তরে শুক্রবার ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে আমেরিকার প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়লেও রাশিয়ার ভেটোর ফলে তা পাস হয়নি।

প্রথম দফায় ব্যর্থ হলেও সোমবার একই ইস্যুতে আবারও বিশেষ বৈঠকে বসছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের কথা বলেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু শুক্রবার নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেই প্রস্তাব খারিজ করে দেয় রাশিয়া। এই পরিপ্রেক্ষিতে রবিবার আবারও জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ।

জরুরি ভিত্তিতে বিশেষ এই অধিবেশনে জাতিসংঘের সাধারণসভার ১৯৩ সদস্যকে সোমবার উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: ইউক্রেন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top