ন্যাটোর সদস্যপদ চায় কসোভো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০৬:০০

ন্যাটোর সদস্যপদ চায় কসোভো

নিজ দেশে স্থায়ী মার্কিন ঘাঁটির পাশাপাশি ন্যাটোর সদস্য পদের জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাবে কসোভো। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৭ ফেব্রুয়ারি) কসোভোর প্রতিরক্ষামন্ত্রী আরমেন্দ মেহাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে প্রিসটিনার জন্য 'ন্যাটোর সদস্য পদ ও মার্কিন সেনাদের স্থায়ী ঘাঁটি জরুরি ভিত্তিতে প্রয়োজন। পশ্চিম বলকান ও এর আশপাশের অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার' জন্য (কসোভোয়) স্থায়ী মার্কিন ঘাঁটি দরকার বলে মন্তব্য করেন তিনি।

মেহাজ বলেন, ‘কসোভো প্রজাতন্ত্র ও এর জনগণ প্রমাণ করেছে যে তারা স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্রবিষয়ক ইউরো-আটলান্টিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ যোদ্ধা। এসব মূল্যবোধের ওপর ন্যাটো প্রতিষ্ঠিত।’

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ৩০ সদস্য দেশের মধ্যে গ্রিস, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্পেন স্বাধীন রাষ্ট্র হিসেবে কসোভাকে স্বীকৃতি দেয়নি। সেসব দেশের উদ্দেশে কসোভোর প্রতিরক্ষামন্ত্রী বলেন, যারা কসোভোকে স্বীকৃতি দিতে এখনো অনিচ্ছুক তাদের আর এ বিষয়ে ‘দ্বিধা করা’ ঠিক না।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top