বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

কিয়েভে একাধিক বোমা বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ২৩:১৮

কিয়েভে একাধিক বোমা বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে একের পর এক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া শহরটির বাইরের অংশে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বাহিনীর ব্যপক সংঘর্ষ চলছে। সূত্র: বিবিসি

বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মধ্যরাতে হওয়া এসব বিস্ফোরণের একটি ভিডিও ধারণ করেছেন নগরটির বাসিন্দারা।

জানা গেছে, ভোরে কিয়েভে অন্তত চারটি বিস্ফোরণ হয়। এরমধ্যে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে শহরের মূল ট্রেন স্টেশনের কাছে। এছাড়াও বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দও শোনা যায়।

সংবাদ মাধ্যম জানায়, কিয়েভের কোন কোন অংশে বা কোথায় হামলা চালিয়েছে রাশিয়া তা নিশ্চিত হওয়া যায়নি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top