ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ০১:৫৮
রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করেছে এক সপ্তাহ হয়েছে। এই এক সপ্তাহে রুশ আগ্রাসন থেকে রক্ষায় ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিশ্বে ২০১৫ সালের শরণার্থী সংকটে অন্তত ১৩ লাখ মানুষ শরণার্থী হয়েছিল। কিন্তু ইউক্রেনে চলমান সংঘাতের মাত্র এক সপ্তাহে দেশটি থেকে শরণার্থী হওয়া মানুষের সংখ্যা ২০১৫ সালের সংকটকে প্রায় ছাড়িয়ে গেছে।
ইউক্রেনে রুশ হামলার ফলে সৃষ্ট শরণার্থী সংকট নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
টুইটারে দেওয়া বিবৃতিতে তিনি জানান, ইউক্রেনে থাকা লাখো মানুষকে যাতে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়, সে জন্য গোলাগুলি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।