শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৫০০ সেনা নিহত: মস্কো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ০৩:০২

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৫০০ সেনা নিহত: মস্কো

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ৫০০ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজেদের বাহিনীর ক্ষতির কথা স্বীকার করে নিল মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। এরপর থেকে দুই পক্ষের লড়াইয়ে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৫৯৭ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে জানান, রাশিয়ার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন বাহিনীর। তবে নিরপেক্ষ কোনো সূত্রে তার এ দাবির সত্যতা যাছাই করা সম্ভব হয়নি।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top