রাশিয়া-ইউক্রেনের তৃতীয় দফা বৈঠক আজ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০১:০১
তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার (৭ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তবে কোথায় এবং কোন সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয়। সূত্র: আল জাজিরা
এর আগে বেলারুশের ব্রেস্ট অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দুই দফা বৈঠকে মিলিত হন। বৈঠকে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর খোলার বিষয়ে একমত হয় দুই দেশ।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার কোনো সেনা যুদ্ধাপরাধ করলে কবরে যেতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে স্থানীয় সময় গতকাল রবিবার রাতে মস্কোর সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হামলা চলাকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হত্যা করলে রুশ সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।