জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০২:২৪
ইউক্রেনে-রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে। এবার জ্বালানি তেলের দাম বেড়ে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
রাশিয়ার তেলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানানোর পরই এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ মার্চ) এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে উঠে যায়। এর আগে সর্বশেষ ২০০৮ সালে জ্বালানি তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এ ঘোষণার পর থেকেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জ্বালানি তেল ইউক্রেন রাশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।