চীনে ফের বেড়েছে করোনা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০০:৪২
প্রাণঘাতি ডেল্টা ও ওমিক্রন ভেরিয়েন্টের বিস্তার বেড়ে যাওয়ায় আবারও কঠোর লকডাউনে যাচ্ছে চীনের বিভিন্ন শহর। সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ সাংহাই প্রদেশে স্কুল বন্ধ রেখেছে। উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়েছে দেশটির ১০টির মতো প্রদেশে। সূত্র: এএফপি
রবিবার (১৩ মার্চ) চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয় অন্তত তিন হাজার ৩৯৩ জনের। এটি ২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসের পর সর্বোচ্চ।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যদিও করোনার প্রকৃত উৎস কোথায় তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।