ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০০:৫৯
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ১২টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এই হামলায় কোনো হতহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১৩ মার্চ) এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক হতাহত হননি। এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতিও হয়নি।
মার্কিন কনস্যুলেটের কাছে অবস্থিত কুর্দিস্তান২৪ স্যাটেলাইট চ্যানেল হামলার পরপরই তাদের স্টুডিও থেকে সম্প্রচার শুরু করে। সেসময় স্টুডিওর মেঝেতে ভাঙা কাঁচ এবং ধ্বংসাবশেষ দেখা গেছে।
কুর্দি নিয়ন্ত্রিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি হামলার নিন্দা করেছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ইরবিল 'সন্ত্রাসী হামলাকারী কাপুরুষদের কাছে মাথা নত করবে না'। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইরাক রকেট হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।