সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৩:৩৪

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ১৯৮০ সালে এক বারে ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সৌদিতে। মোট ১৩ জন বিচারক তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের বিচারকার্য সম্পাদন করেছেন।

শনিবার (১২ মার্চ) এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে বিবিসি।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে। এসব অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিল।

এদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামীতা, এরকম নানা 'জঘন্য অপরাধের' অভিযোগ ছিল বলে সংবাদ সংস্থাটি উল্লেখ করেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top