কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১০:৪৯
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সন্ধ্যা ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করেন।
কারফিউ চলাকালীন কিয়েভ শহরের বাসিন্দারা বিশেষ পাস ছাড়া চলাচল করতে পারবেন না। তারা বাড়ির রাইরে বের হওয়ার অনুমতি পাবেন যখন (রুশ হামলার সময়) তারা বোমা প্রতিরোধী শেল্টারে (আশ্রয়কেন্দ্র) যাবেন।
এক টেলিগ্রাম পোস্টে মেয়র ভিটালি বলেন, মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউক্রেনীয় সেনা কর্তৃপক্ষের আদেশে কারফিউ জারি করা হয়েছে। কারণ, কিয়েভ শহর এখন একটি ভয়ঙ্কর ও সঙ্কটজনক পরিস্থিতিরি মধ্য দিয়ে যাচ্ছে। আমি সকল কিয়েভবাসীকে দু’দিন ঘরে থাকার জন্য প্রস্তুত হতে বলছি। কোনো বিপদের শঙ্কা থাকলে আশ্রয়কেন্দ্রে চলে যাবেন।
সূত্র : আল জাজিরা
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।