খারকিভে নিহত ৫০০ বেসামরিক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৬:২১
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে খারকিভ। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে গোলাবর্ষণ হচ্ছে। রুশ বাহিনী ওই শহর দখলে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের গোলাবারুদের ঘাটতি রয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে ইউক্রেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত এখনও চলছে। এদিকে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক নিহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত ৬৯১ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১৪৩ জন।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ৮১টি রুশ প্লেন এবং ৯৫টি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে, বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র : বিবিসি
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।