শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতে ভেসে এসেছে ২৯টি মৃত তিমি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ০০:২৪

নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতে ভেসে এসেছে ২৯টি মৃত তিমি

নিউজিল্যান্ডে দুই ডজনের বেশি তিমির মৃত্যু হয়েছে। দেশটির সমুদ্র সৈকতে আটকা পড়ে এ ঘটনা ঘটে। প্রাণী সংরক্ষণকারীরা এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদ আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সংরক্ষণ বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে দক্ষিণ দ্বীপের কাছে ৩৪টি তিমির সন্ধান পাওয়া যায়। যার মধ্যে দীর্ঘ পাখনাযুক্ত ২৯টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। সকালের জোয়ারে বাকি পাঁচটি তিমিকে পুনরায় ভাসানোর চেষ্টা চলছে বলেও জানানো হয়।

এক ফেসবুক পোস্টে বিভাগটি জানায়, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছু সময়ের প্রয়োজন হতে পারে। তবে এটি সফলভাবে সম্পন্ন করা যাবে কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

মুখপাত্র ড্যাব উনটারবার্গ বলেন, প্রাণী সংরক্ষণকর্মীরা তিমিগুলোকে সেবা দিচ্ছে। কিন্তু এগুলো বর্তমানে পানি থেকে দূরে রয়েছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যদিও সৈকতের তীরে তিমি আটকা পড়া প্রাকৃতিকভাবে খুবই সাধারণ ঘটনা বলেও জানান তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top