বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয় পুতিনের ভাষণের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২২:২২

টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয় পুতিনের ভাষণের

কথা শেষ না হওয়ার আগেই পুতিনের ভাষণ সম্প্রচার বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল। শুক্রবার (১৮ মার্চ) ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ভাষণ দিচ্ছিলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট তার ভাষণে ইউক্রেনে চলমান অভিযানে দেশ ঐক্যবদ্ধ থাকায় জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশ দীর্ঘদিন ধরে এ ধরনের ঐক্য দেখেনি।’

পুতিন যখন তার ভাষণের শেষ পর্যায়ে চলে এসেছিলেন ওই সময় টেলিভিশনে সম্প্রচার বন্ধ হয়ে যায়। এ সময় দেশাত্মবোধক গান প্রচার করা হয়। কিছুক্ষণ পরই পুনরায় পুতিনের অনুষ্ঠান প্রচার শুরু হয়। ততক্ষণে রুশ প্রেসিডেন্ট তার ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামতে শুরু করেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণ হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top