শ্রীলঙ্কায় তেলের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেলো ২ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১০:৪৩

শ্রীলঙ্কায় তেলের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেলো ২ জনের

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দুইজনের প্রাণ গেছে। দেশটির পুলিশ জানিয়েছে, আলাদা লাইনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, করোনা মহামারি শুরুর পর থেকেই তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে শ্রীলঙ্কা।

বৈদেশিক মুদ্রার অভাবে দেশটিতে ব্যাপক খাদ্য ঘাটতির পাশাপাশি জ্বালানিতেও অভাব দেখা দিয়েছে। মূল্যস্ফীতির ফলে পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে পুলিশের মুখপাত্র নলিন থালডুয়া বলেন, দেশের দুটি ভিন্ন অংশে পেট্রোল ও কেরোসিন তেলের জন্য অপেক্ষা করার সময় তারা মারা যান। তাদের দুইজনের বয়সই সত্তরের কোটায়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top