পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০০:৩০

পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার পূর্ব ইউরোপের এই ন্যাটো সদস্যভুক্ত দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে তার। সোমবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করতে আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফরে যাবেন। মূলত ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করতেই প্রেসিডেন্ট দুদার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়া অনৈতিক ও বিনা প্ররোচনায় যেভাবে ইউক্রেনের ওপরে সামরিক অভিযান শুরু করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এর ফলে সৃষ্ট মানবাধিকার ও মানবিক সংকটে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া এবং পুরো বিষয়টিকে তারা কীভাবে দেখছেন, তা নিয়েই আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।’

তিনি আরও বলেন, ‘এই সফরে ইউক্রেনের জনগণের সমর্থনে এবং ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের আক্রমণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমাবেশ অব্যাহত রাখার বিষয়ে জোর দেওয়া হবে। কিন্তু (পোল্যান্ডে গেলেও) ইউক্রেনে ভ্রমণের কোনো পরিকল্পনা নেই জো বাইডেনের।’

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top