রুশ নৌবহরের কমান্ডার নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০০:৫১
কৃষ্ণসাগরে রুশ নৌবহরের এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। রবিবার (২০ মার্চ) সেভাস্তপোলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, নৌ বহরের ডেপুটি কমান্ডারের দায়িত্বে থাকা পোস্ট-ক্যাপ্টেন আন্দ্রেই পেলি পূর্ব ইউক্রেনীয় বন্দর শহর মারিউপোলে প্রচণ্ড লড়াইয়ে নিহত হয়েছেন।
এদিকে রুশ নেভি এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি।
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের অন্যতম প্রধান ঘাঁটি হলো সেভাস্তপোল। ২০১৪ সালে ক্রিমিয়ার উপদ্বীপে অবস্থিত এই ঘাঁটিটি মস্কো ইউক্রেন থেকে আলাদা করে ফেলেছিল।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।