চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৩:৩৪
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশতে ১৩৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমানটি একটি পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়। দূর্ঘটনার পররপরই সেখানে আগুন ধরে যায়। বিমানটি কুনমিং থেকে গুয়াংজুর উদ্দেশে যাত্রা করেছিলো।
দূর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
সূত্র : বিবিসি
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বিমান বিধ্বস্ত চীন দুর্ঘটনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।