স্কুল খোলার দাবিতে কাবুলে বিক্ষোভ করছে আফগান মেয়েরা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ২৩:৫৬
মাধ্যমিকের স্কুল খোলার দাবিতে রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আফগান মেয়েরা। তালেবান সরকার স্কুল বন্ধ ঘোষণা দেওয়ার পর এ আন্দোলনের ডাক দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে তারা দ্রুত স্কুল খুলে দেওয়ার দাবি জানান।
শনিবার (২৬ মার্চ ) ‘স্কুল খুলুন’, ন্যায়বিচার চাই, ন্যায়বিচার চাই, বলে স্লোগান দিতে দিতে রাজধানী কাবুলের একটি চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এমন লেখা সংশ্লিষ্ট ব্যানার বহন করতেও দেখা যায় তাদের।
মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটে আফগানিস্তানের তালেবান সরকার। বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর দেশের শাসনভার তুলে নেয় তালেবান। তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে নারীদের আবারও কাজ থেকে বিরত রাখা হয়। তালেবান নারীবিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দেয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কাবুল আফগানিস্তান বিক্ষোভ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।