পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০০:০৯

পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে শরণার্থীদের সঙ্গে দেখা করার পর তিনি এ মন্তব্য করেন। শনিবার (২৬ মার্চ) এ খবর প্রকাশ করে সিএনএন।

জো বাইডেন বলেন, রাশিয়া তার আক্রমণের কৌশলে পরিবর্তন এনেছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। যেখানে মস্কো বলেছিল, ক্রেমলিনের মনোযোগ এখন বিচ্ছিন্ন পূর্ব দোনবাস অঞ্চলকে সম্পূর্ণরূপে মুক্ত করার দিকে।

এদিকে, পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলার পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক ছিল। শুক্রবার থেকেই বাইডেন পোল্যান্ডে অবস্থান করছেন। পোলিশ প্রেসিডেন্টে আন্দ্রেজ দুদার সঙ্গেও তিনি বৈঠক করেছেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top