ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ২

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ২৩:৫৪

ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ২

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। এই হামলায় আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার ( ২৮মার্চ) এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের একজন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হয়।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। মাত্র পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন।

সূত্র: বিবিসি

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top