মোরগ লড়াইয়ে গুলি, নিহত ১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৬:৫৩

মোরগ লড়াইয়ে গুলি, নিহত ১৯

মেক্সিকোতে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে গুলি চালায় একদল বন্দুকধারী। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা যেন সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনা অনেক বেড়ে গেছে।

গত কয়েক মাসে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শেষকৃত্য অনুষ্ঠান, বার এবং ক্লাবগুলো বন্দুকধারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মূলত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকেই তারা এ ধরনের হামলা চালিয়ে আসছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top