শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১০:৪৫

ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে বৈঠক করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া বলেছেন, ‘আজকের বৈঠকের ফলাফল নেতাদের পর্যায়ে একটি বৈঠকের জন্য যথেষ্ট।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের উদ্যোগে মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়। দুই সপ্তাহের মধ্যে দুই দেশে এটি প্রথম মুখোমুখি বৈঠক। উভয় দেশই বৈঠক শেষে আলোচনা ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছে।

রাশিয়ার প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ‘আজকের অর্থপূর্ণ আলোচনার পরে আমরা একটি সমাধানের প্রস্তাব দিয়েছে এবং তাতে একমত হয়েছি, যার ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চুক্তি নিয়ে প্রারম্ভিবক আলোচনা চলার সাথে সাথে রাষ্ট্রপ্রধানদের বৈঠক সম্ভব।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top