চীন সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০১:৩৯
ইউক্রেনে আগ্রাসনের মধ্যেই চীন সফরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অভিযান শুরুর পর দেশটিতে এটিই তার প্রথম সফর। আফগানিস্তানকে সাহায্য করার উপায় নিয়ে আলোচনা করতে চীন কর্তৃক আয়োজিত একাধিক বৈঠকে অংশ নিতে এই সফরে গেছেন তিনি।
বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বেইজিংয়ের রাশিয়ান দূতাবাসের ওয়েইবো অ্যাকাউন্টে ল্যাভরভের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ল্যাভরভ চীনের পূর্বাঞ্চলীয় শহর হুয়াংশানে অবতরণ করেছেন।
এক টুইটে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনে অবতরণ করেছেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।