বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ নিরাপত্তা কর্মকর্তা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০২:২৯

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ নিরাপত্তা কর্মকর্তা নিহত

পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ মার্চ) ওই হামলা ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা সদরদপ্তরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ বলেন, ওয়াজিরিস্তানের দক্ষিণে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার এফসি লাইনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, হামলার সময় তিন হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন।

হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্যাঙ্ক জেলার দিকে যাওয়া সব সড়ক বন্ধ রাখা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top