ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে মাদরাসা শিক্ষিকাকে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৬:২৫

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে মাদরাসা শিক্ষিকাকে হত্যা

পাকিস্তানের একটি মহিলা মাদরাসার শিক্ষিকাকে ধর্ম অবমাননার অভিযোগে তারই সহকর্মী ও দুই ছাত্র মিলে হত্যা করেছে। মঙ্গলবার (২৯ মার্চ) আফগানিস্তান সীমান্তবর্তী দেশটির অতিরক্ষণশীল উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে এই ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) পাকিস্তান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পাকিস্তানে ধর্মীয় ইস্যু নিয়ে এটাই সর্বশেষ হত্যাকাণ্ড বলেও জানিয়েছে পুলিশ। নিহত ওই স্কুলশিক্ষিকার নাম সফুরা বিবি। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জামিয়া ইসলামিয়া ফালাহুল বিনাত মাদরাসার শিক্ষিকা ছিলেন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সগির আহমেদ বলেন, দুই ছাত্রী ও এক শিক্ষিকা মিলে মাদরাসার প্রধান ফটকে সফুরা বিবির ওপর ছুরি ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে গলাকেটে সফুরা বিবির মৃত্যু নিশ্চিত করে।

তিনি বলেন, এ ঘটনায় মূল সন্দেহভাজন আসামি ওমরা আমান একই মাদরাসার শিক্ষিকা। তিনি ওই মাদরাসায় অধ্যয়নরত তার দুই ভাগ্নিকে নিয়ে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

আরেক পুলিশ কর্মকর্তা আজিম খান জানান, হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই শিক্ষার্থী জানিয়েছে, তাদের এক আত্মীয় স্বপ্নে দেখেছেন নিহত সফুরা বিবি নবী মোহাম্মদকে (স.) নিয়ে কটুক্তি করেছেন। তাই তারা তাকে হত্যা করেছেন।

তবে পুলিশ জানিয়েছে, নিহত মহিলার সঙ্গে ওমরা আমানের কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল কিনা সেটি তারা খতিয়ে দেখছেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top