শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আজ থেকে রোজা ‍শুরু মধ্যপ্রাচ্যে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ২৩:১১

আজ থেকে রোজা ‍শুরু মধ্যপ্রাচ্যে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে, এশিয়ার এই অঞ্চলে ২ এপ্রিল (শনিবার) থেকে শুরু হচ্ছে রোজা।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও ওমানের সুলতানের দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি অবশ্য সন্ধ্যায় মাগরেবের নামাজের পরই রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছিল।

তবে মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রোজা শুরু হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইসহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন রমজান মাস পালন করা শুরু করবেন একদিন পর, রবিবার থেকে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top