কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ২১:৩৮

কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

কিয়েভ পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটি গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশের এলাকাগুলো পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে আসছিল। রাশিয়ার আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো রাজধানীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করলো দেশটি।

শনিবার (২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিএনএন জানিয়েছে— ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার শনিবার (২ এপ্রিল) বলেন, কিয়েভ অঞ্চল রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়েছে। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, বুচা, ইরপিন, হোস্তোমেল এবং পুরো কিয়েভ অঞ্চল আক্রমণকারীদের কাছ থেকে মুক্ত হয়েছে।

পুরো কিয়েভ অঞ্চল রাশিয়ান সৈন্যমুক্ত হয়েছে কি না সেটি সিএনএন তাৎক্ষণিক যাচাই করতে পারেনি। তবে সম্প্রতি ইউক্রেনের সৈন্যরা রাজধানীর আশপাশের এলাকাগুলোয় নিয়ন্ত্রণ নিয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top