শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এক ওড়নায় ফাঁস লাগিয়ে দুই বান্ধবীর আত্মহত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ০৫:১৮

এক ওড়নায় ফাঁস লাগিয়ে দুই বান্ধবীর আত্মহত্যা

একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ভারতের শিলিগুড়ির দুই বান্ধবী। সোমবার (৪ এপ্রিল) এ ঘটনা ঘটে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তাতে লেখা, ‘ আমরা আলাদা হতে চাই না’।

পুলিশ বলছে, সোমবার বাড়ি ফাঁকা থাকায় সেখানেই একই ওড়নায় দুই বান্ধবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তাতে লেখা, ‘আমাদের আলাদা করবেন না। এক সঙ্গে নিয়ে যাবেন। এক সঙ্গে রাখবেন। আমাদের সব কাজ এক সঙ্গে করবেন।’ সুইসাইড নোটে একে অন্যকে ছেড়ে না থাকত না পারার কথাও লেখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, ছোটবেলা থেকে এক সঙ্গে বেড়ে উঠেছে মেয়ে দুটি। কিন্তু এর মধ্যেই এক নাবালিকার বিয়ে ঠিক হয় আগামী ৭ বৈশাখ। সেই মতো বিয়ের আয়োজনও চলছিল পরিবারে। পরিবারের দাবি বিয়ে ঠিক হওয়ার পর কোনো আপত্তি জানায়নি ওই নাবালিকা। কিন্তু দুই বান্ধবী যে এমন কাণ্ড করবে, তা পরিবারের কেউই ভাবতে পারছেন না।

বিয়ে হলে আলাদা হয়ে যাবে দুজন, এই ভাবনা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা তদন্তে মাঠে নেমেছে ভক্তিনগর থানা পুলিশ।

সূত্র: আনন্দবাজার

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top