ইসরায়েলের তেল আবিবে হামলায় নিহত ২
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ২৩:০১
ইসরায়েলের তেল আবিব শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীদের গুলিতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।
আল জাজিরার তথ্য মতে, মৃতদের মধ্যে ২৭ ও ২৮ বয়সের ২ জন পুরুষ ছিলেন। এছারা আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা এএফপি ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, যে সন্ত্রাসী গতকাল তেল আবিবে সশস্ত্র হামলা চালিয়েছে তাকে খুঁজে পাওয়া গেছে। তারা বলছে সন্দেহভাজন বন্দুকধারী ছিলেন অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। গুলি চালানোর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি, তবে ফিলিস্তিনিদের দ্বারা সাম্প্রতিক হামলার পর উত্তেজনা বেড়েছে যাতে ইসরায়েলে এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় হামলার ঘটনা পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগেও এ ধরনের হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দেন তিনি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।