নিউইয়র্ক সাবওয়েতে গুলি: আহত ১৩, মিললো বিস্ফোরক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১০:৩২

নিউইয়র্ক সাবওয়েতে গুলি: আহত ১৩, মিললো বিস্ফোরক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে গুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৩ জন। ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।

সিএনএন, রয়টার্স, আল-জাজিরার খবরে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ব্রুকলিন সাবওয়ে স্টেশনে গুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ১৩ জনকে।

ঘটনাস্থল থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধারের পর নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, সেখানে কোনো সক্রিয় বিস্ফোরক ছিল না।

গ্যাসমাস্ক পরা কৃষ্ণাঙ্গ এক সন্দেভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

একটি ছবিতে স্টেশনের মেঝেতে রক্তাক্ত এক যাত্রীকে পড়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে ঘটনার পর স্টেশন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় সম্ভবত একাধিক স্মোক ক্যানিস্টার ব্যবহার করা হয়েছিল।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বাইরে এক ডজনের বেশি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্টেশনটি দিয়ে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top