ফিনল্যান্ড ও সুইডেনকে চরম পরিণতি ভোগ করতে হবে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১১:০০

ফিনল্যান্ড ও সুইডেনকে চরম পরিণতি ভোগ করতে হবে

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেনকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র দপ্তর এই হুমকি দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ড ও সুইডেনের রাজনীবিদরা ন্যাটো জোটে যোগ দেওয়ার আলোচনা শুরু করেন। ফিনল্যান্ড জানিয়েছে, চলতি সপ্তাহে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। একই ধরনের তথ্য জানিয়েছে সুইডেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের পছন্দের বিষয় এটি। তবে তাদের ও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত।’

তিনি জানান, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদ ‘(তাদের) আন্তর্জাতিক মর্যাদাকে শক্তিশালী করার অবদান রাখার সম্ভাবনা কম।’

জাখারোভা বলেন, দুই দেশের জোটনিরপেক্ষ নীতি ‘একটি নির্ভরযোগ্য মাত্রার নিরাপত্তা প্রদান করেছে’ অথচ একটি সামরিক জোটের সদস্যপদ ‘তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে সক্ষম নয়।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top