কিয়েভের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ২৩:৪২

কিয়েভের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা

কিয়েভে যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে কেউ নিহত বা আহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। শুক্রবার (১৫ এপ্রিল) এ হামলা চালানো হয়।

ধারণা করা হচ্ছে, কৃষ্ণসাগর রুশ নৌ বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা চাললো মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাতে কিয়েভ শহরের একটি কারখানায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। কারখানাটিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কৈরি করা হতো।

রাশিয়া জানায়, কৃষ্ণসাগরে ঝড়ো বাতাসের কারণে ‘ব্ল্যাক সি’ নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী প্রধান রণতরী মস্কভা বন্দরের দিকে যাচ্ছিল। গত বুধবার রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top