পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারেন পুতিন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১১:৩৯
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যমে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ বিষয়ে বিশ্বকে প্রস্তুতি নেওয়া উচিত বলেও জানান তিনি।
কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জেলেনস্কি জানান, ইউক্রেনের মানুষের জীবনের মূল্য পুতিনের কাছে নেই। তাই সে কৌশলগত পারমাণবিক অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন।
এসময় জেলেনস্কি জোর দিয়ে বলেন, শুধু আমি না, বিশ্বের সব দেশের এ ব্যাপারে উদ্বেগ থাকা দরকার। এটা সঠিক তথ্য না হলেও এটাই বাস্তব হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
রাশিয়াকে উদ্দেশ্য করে জেলেনস্কি আরও বলেন, তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই তারা যেকোনো কিছু করতে পারে। তবে এতে আমাদের ভয় পাওয়া উচিত নয়, ভীত না হয়ে প্রস্তুত হওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে রুশ সেনারা চলে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ থেকে নয় শতাধিক বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে কিয়েভের আঞ্চলিক পুলিশ বাহিনীর প্রধান অ্যান্ড্রি নেবিতোভ জানিয়েছেন, মরদেহগুলো রাস্তায় ফেলে রাখা অথবা অস্থায়ীভাবে পুঁতে রাখা হয়েছিল। নিহতদের প্রায় ৯৫ শতাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।