নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ২০:০৪

নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সফলভাবে একটি নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি তাদের কৌশলগত পারমাণবিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে রোববার পিয়ংইয়ং জানিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের সময় দেশটির নেতা কিম জং-উন হাসছেন এবং হাততালি দিচ্ছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাদের ধারণা উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছে। এই সংবাদ তারই ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর পরের বছর পুংগি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ বিস্ফোরণে উড়িয়ে দেয় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমঝোতার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ওই সুড়ঙ্গ পুনরুদ্ধারের কাজ চলছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top