আজ শপথ নেবে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৪:০৫
পাকিস্তানের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ সোমবার (১৮ এপ্রিল)। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা পেতে যাচ্ছে দেশটি। তবে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে মতবিরোধে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সরকারে অংশ নেওয়া না নেওয়া নিয়ে শেষ মুহূর্তে নাটক সৃষ্টি হয়েছে।
এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে রবিবার (১৭ এপ্রিল) জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সঙ্গে সরকার গঠন নিয়ে কথা বলেন।
এদিকে নতুন সরকারের তথ্যমন্ত্রী হতে যাওয়া পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র মরিয়াম আওরঙ্গজেব জানিয়েছেন, ‘ফেডারেল সরকারের মন্ত্রিসভা সোমবার শপথ নেবে।’ এতে
পাকিস্তুান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়ের দায়িত্ব।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।