বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত কলকাতায়

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৭:৪২

বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত কলকাতায়

প্রতিবারের মতো এবারও কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো। এসময় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে উপ-হাইকমিশনের চারদিক প্রদক্ষিণ করা হয়। ১৯৭১ সালের ১৮ এপ্রিল বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা যে মিশনে প্রথম উত্তোলিত হয়েছিল। কলকাতার সেই মিশনেই এক অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলিত হলো।

পতাকার চারদিক ধরেন হাইকমিশনের প্রধান প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামসুল আরিফ, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, কাউন্সিলের মোহাম্মদ বশির উদ্দিন ও কাউন্সিলর (শিক্ষা ও ক্রিড়া) রেজাউল ইসলাম ও মাঝে পতাকা ধরেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

তাদের সঙ্গে অংশ নেন কাউন্সিলর (রাজনৈতিক) সিকান্দার মোহাম্মদ আশরাফুল রহমান, কাউন্সিলর রাজনৈতিক ও দূতাবাসের প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি। প্রথম সচিব (রাজনৈতিক) সঞ্জিদা যস্মিন, দ্বিতীয় সচিব, তৃতীয় সচিব মারেফত তারিকুল ইসলাম। এরপর জাতীয় সংগীতের সঙ্গে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জাতীয় পতাকা উত্তোলন করেন।

বাংলাদেশের পতাকা বিদেশে যে মিশনে প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪১ মিনিটে সেই মিশনে পতাকা উত্তোলন হলো। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলা, বর্তমান মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পরদিন কলকাতায় অবস্থিত পাকিস্তানের মিশনটি বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাই কমিশনের প্রধান এম হোসেন আলী জাতীয় পতাকা উত্তোলন করেন। এটিই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top