রাশিয়া সফর করায় জাতিসংঘ মহাসচিবের সমালোচনা জেলেনস্কির

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০৩:০৪

রাশিয়া সফর করায় জাতিসংঘ মহাসচিবের সমালোচনা জেলেনস্কির

জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের কিয়েভের আগে রাশিয়া সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি। তিনি বলেন, প্রথমে রাশিয়া তারপর ইউক্রেন যাওয়ার কোনো মানে নেই। রাজধানী কিয়েভে সাংবাদিকদের তিনি বলেন, এটি কোনো যুক্তিসঙ্গত বা ন্যায় বিচার নয়। খবর: আল জাজিরার।

তিনি আরও বলেন, যুদ্ধ ইউক্রেনে হচ্ছে মস্কোতে নয়। লাশ ইউক্রেনের রাস্তায় পড়ে আছে রাশিয়ার রাস্তায় নয়। শুধু কিয়েভেই ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমে রাশিয়া না গিয়ে ইউক্রেনের মানুষদের দেখতে আসাই বেশি যুক্তিসঙ্গত ছিল।

গুতেরেসের আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে, তারপর বৃহস্পতিবার জেলেনস্কির সাথে দেখা করার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘের প্রধান ইউক্রেনীয়দের জন্য সাহায্য বাড়ানোর বিষয়ে আলোচনা করতে জাতিসংঘের কর্মীদের সাথে দেখা করারও পরিকল্পনা করেছেন।

এর আগে গুতেরেস বলেছিলেন রাশিয়া ইউক্রেনে সেনা পাঠিয়ে জাতিসংঘের সনদ ভঙ্গ করেছে। তারপর থেকে পুতিন জাতিসংঘের সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top