শনিবার মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই : আইএসি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২২, ০৯:৩৪

শনিবার মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই : আইএসি

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শনিবার (৩০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার (১ মে) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের সম্ভাব্যতা ক্ষীণ।

শনিবার (৩০ এপ্রিল) আবুধাবিভিত্তিক সংস্থাটির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আইএসি জানায়, রোজার শেষ দিন হিসেবে চিহ্নিত করা ক্ষীণকায় কোনো চাঁদ তারা শনাক্ত করতে পারেনি। যার মানে মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

তবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সকল মুসলিমের উদ্দেশে শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে জানানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top